Online Admission

আবেদন করার পূর্বে অবশ্যই নিয়মাবলী পড়ে নিবেন

আবেদন করার নিয়মাবলীঃ *নির্ধারিত আবেদন পত্র অফেরতযোগ্য ১০০০/- টাকা জমা দিয়ে অত্র কলেজ হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে অথবা অনলাইনে অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে থেকে আবেদন করতে হবে। *আবেদনের পূর্বে আবেদন ফি বাবদ ১০০০/- টাকা বিকাশের মাধ্যমে ০১৩৩৫-১৫১২৬৬ এই নম্বরে প্রেরণ পূর্বক প্রেরিত টাকার পরিমান, ট্রান্সজেকশন আইডি ও বিকাশ সেন্ডার নম্বর অনলাইন আবেদন ফরমে অবশ্যই উল্লেখ করতে হবে। অথবা আবেদন ফি বাবদ ১০০০/- টাকা চলতি হিসাব নং-২০৫০৭২৯০২০০২৫৭৯১০, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সেনপাড়া সাব-ব্রাঞ্চ, মিরপুর, ঢাকা এর অনুকুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (রাউটিং নম্বর: ১২৫২৬২৯৮১) যে কোন অনলাইন শাখায় জমা দিয়ে জমা রশিদ সংগ্রহ করিত হইবে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ ৫০০kB, JPG/PNG) এবং ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি (সর্বোচ্চ ৫০০kB, JPG/PNG) প্রয়োজন হইবে। ওয়েবসাইটে আবেদনের বিস্তারিত নির্দেশনা দেখে যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করিতে হইবে।
Scroll to Top