বিষয়ভিত্তিক পরিদর্শন ও একাডেমিক উন্নয়ন সংক্রান্ত সৌজন্য ভিজিট

Rajshahi Medical University-এর মাননীয় Vice Chancellor অধ্যাপক মোহাম্মদ জাওয়াদুল হক মহোদয় সম্প্রতি ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সেস পরিদর্শন করেন। উক্ত পরিদর্শন কর্মসূচিতে Saic Group-এর সম্মানিত Chairman আবু হাসনাত মোঃ ইয়াহিয়া ও Managing Director সোহেলী ইয়াসমিন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মাননীয় Vice Chancellor মহোদয় কলেজের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সার্বিক অবকাঠামো সম্পর্কে অবগত হন। তিনি Optometry, Physiotherapy, Lab Medicine, Speech & Language Therapy (SLT) এবং Occupational Therapy (OT) বিভাগের শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষভাবে আধুনিক ল্যাব সুবিধা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ট্রেনিং ব্যবস্থা এবং রোগীভিত্তিক ক্লিনিক্যাল এক্সপোজার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় VC মহোদয় ল্যাব ব্যবস্থাপনা ও শিক্ষার মান আরও উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও পরিদর্শনের সময় শিক্ষক নিয়োগ, যোগ্য ও অভিজ্ঞ ফ্যাকাল্টি সংযুক্তকরণ, একাডেমিক সিলেবাস বাস্তবায়ন, ভবিষ্যৎ কোর্স সম্প্রসারণ এবং Rajshahi Medical University-এর সঙ্গে একাডেমিক সমন্বয় জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। Saic Group-এর Chairman ও Managing Director কলেজের ভবিষ্যৎ পরিকল্পনা, মানসম্মত Allied Health Professionals তৈরির লক্ষ্য এবং জাতীয় স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরেন। পরিদর্শন শেষে মাননীয় Vice Chancellor মহোদয় ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সেসের সার্বিক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top