বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে ইত্তেহাদ কলেজ অফ হেলথ সায়েন্সে র্যালি, সচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ইত্তেহাদ কলেজ অফ হেলথ সায়েন্সের অপ্টোমেট্রি বিভাগের আয়োজনে সংগঠিত হয় উক্ত অনুষ্ঠান। অনুষ্ঠানে র্যালি উদ্ভোদন করেন ডা. টি -জামান (সিনিয়র কনসালটেন্ট, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন) এবং ডা. আনসার আলী (চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন)।
র্যালিটি সকাল ৯ টায় ইত্তেহাদ কলেজে অফ হেলথ সায়েন্স, সুইহারী থেকে শুরু করে দিনাজপুর শহীদ মিনার ও সদর হাসপাতাল প্রদক্ষিণ করে ফিরে আসে।
এরপর ১১.০০ ঘটিকায় বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষার ক্যাম্পোইন উদ্ভোদন করেন ডা. শেখ সাদেক আলী (অধ্যক্ষ, দিনাজপুর মেডিকেল কলেজ)। ক্যাম্পেইনের পরিচালনা করেন অপ্টোমেট্রিস্ট মো. আহসান হাবিব এবং ফারুক হোসেন।
দুপুর ২.০০ ঘটিকায় 'বিশ্ব দৃষ্টি দিবস' উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ও মুখ্য আলোচক ডা. আই এফ এম শহিদুল ইসলাম খান (সিনিয়র কনসালটেন্ট। বিশেষজ্ঞ ও সার্জন)।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ চোখের যত্নের গুরুত্বের পাশাপাশি B.Sc in Optometry কোর্স চালুর প্রশংসা করেন এবং ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সের মাননীয় চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া কে ধন্যবাদ জ্ঞাপন করেন।